নকশালবাড়িতে দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলাপের জন্য টাকা নেওয়ার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

নকশালবাড়ি, ৭ সেপ্টেম্বরঃ দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলাপের জন্য টাকা নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিবিরে এই ঘটনা ঘটে।


বৃহস্পতিবার নকশালবাড়ি নন্দ প্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরে গাছের নীচে বসে ফর্ম ফিলাপে টাকা নিচ্ছিল এক ব্যক্তি।‌ প্রশাসনের নজরে আসতেই অভিযুক্তকে আটক করে নকশালবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।রাজ্য সরকারের এই কর্মসূচিতে টাকা নেওয়ার কোনো প্রশ্নেই নেই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন তার ব্যবস্থা নেবে।


গোটা বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল‌।

One thought on “নকশালবাড়িতে দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলাপের জন্য টাকা নেওয়ার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

  1. Prasanta Roy says:

    arrest the suspect and send into the jail for 3 months
    how dare! who has been given power to suspect.
    find out and arrest him also.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom giriş