শিলিগুড়ি,২৩ জুনঃ ‘দুনিয়ার জমির দালাল এক হও’-এই শ্লোগানে নির্বাচন জিততে মরিয়া তৃনমুল।জমির দালালদের অর্থ দিয়েই মহকুমা পরিষদ নির্বাচন লড়াই করছে তৃনমুল।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।
আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন।তার আগে বৃহস্পতিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।সেখানে বিজেপি ও তৃণমূলের বিরোধিতায় সরব হন তিনি।
অশোক বাবু বলেন, বামেরা উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচন জেতার চেষ্টা চালালেও তৃনমুল ও বিজেপি কিন্তু নীরব সন্ত্রাসের মধ্য দিয়ে দালাল ও প্রসাশনকে কাজে লাগিয়ে এই নির্বাচন জিততে চাইছে।
অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে অশোক ভট্টাচার্যের এই মন্তব্যকে অনৈতিক বলে জানিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি বলেন, পায়ের তলার মাটি সরে গিয়েছে বামেদের।বিগত নির্বাচন গুলিতে ৫ শতাংশ ভোট বামেদের পক্ষে ছিল, এবার মহকুমা নির্বাচনে সেই শতাংশ ভোটও বামেরা পাবে না।এরা বিজেপি-কংগ্রেসের দালাল।অশোক বাবুর বয়স হয়েছে।ওনার বিশ্রাম নেওয়া উচিত।