শিলিগুড়ি,২৮ জুলাইঃ একাধিক দাবিতে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান রেলওয়ে কন্ট্রাক্টর্স লেবার ইউনিয়ন উত্তরবঙ্গ শাখার।
বৃহস্পতিবার রেলের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ,শূন্যপদে কর্মী নিয়োগ সহ রেলকে বেসরকারিকরণ করার প্রতিবাদ জানিয়ে রাজ্যের সমস্ত ডিআরএম অফিসে এবং রেলের অন্যান্য দপ্তরের আধিকারিকদের স্মারকলিপি প্রদানের ডাক দেয় পশ্চিমবঙ্গ রেলওয়ে কন্ট্রাক্টর্স লেবার ইউনিয়ন।
সংগঠনের পক্ষ থেকে দিবস চৌবে জানান, সংগঠনের রাজ্য ও কেন্দ্র কমিটির ডাকে রাজ্যের সমস্ত রেল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।আমরা এনজেপি রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করেছি।