এলাকায় ঢুকছে বাইরের মানুষ, ব্যারিকেড লাগিয়ে পাহারায় স্থানীয়রা

শিলিগুড়ি,২৯ মার্চঃ করোনা রুখতে চলছে লকডাউন।একদিকে যেখানে কিছু শহরবাসী লকডাউন উপেক্ষা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।অন্যদিকে শিলিগুড়ির মাল্লাগুড়ি,মিলন মোড় সুকনায় দেখা গেল অন্য চিত্র।বাইরে থেকে আসা কেউ যাতে এলাকায় ঢুকে না পড়েন সেই কারণে ব্যারিকেড লাগিয়ে পাহারায় স্থানীয় যুবকেরা।সংক্রমণ রুখতে ওই এলাকাগুলি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাইরের এলাকা থেকে আসা প্রত্যেককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক মহিলা।এই খবর ছড়িয়ে পড়তেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে।একদিকে শহরের কিছু মানুষ সচেতন হলেও অন্যদিকে চোখে পড়ছে সেই অসচেতনতা।এখনও লকডাউন উপেক্ষা করে যেমন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষ তেমনি শহরের বাজারগুলিতে দূরত্ব বজায় রেখে পণ্যসামগ্রী নেওয়ার বদলে জমায়েত করছে মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişgrandpashabet girişbaywin