পুলিশের চাকরি দেওয়ার নামে শিলিগুড়িতে চলছিল ভুয়ো ট্রেনিং, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ পুলিশের চাকরি দেওয়ার নামে শিলিগুড়িতে চলছিল ভুয়ো ট্রেনিং।বড়সড় কেলেঙ্কারির পর্দা ফাঁস করল প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ৩।ধৃতদের মধ্যে একজন মহিলা।অভিযুক্তদের নাম লক্ষ্মণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাস।তিনজনই বালুরঘাটের বাসিন্দা।ধৃত তিনজনের কাছ থেকে পুলিশের উর্দিও উদ্ধার করেছে পুলিশ।


জানা গিয়েছে, শুক্রবার সকালে শিলিগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির একটি মাঠে বেশকয়েকজনকে ট্রেনিং দেওয়া হচ্ছিল।সেইসময় বিষয়টি নজরে আসে স্থানীয় এক পুলিশকর্মীর।এরপরই প্রধাননগর থানায় বিষয়টি জানান তিনি।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে থাকা সকলকে আটক করে থানায় নিয়ে আসে।জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মোটা টাকার বিনিময়ে পুলিশের চাকরি দেওয়ার নাম করে যুবক যুবতীদের ট্রেনিং এর জন্য শিলিগুড়িতে আনা হয়েছিল।শিলিগুড়িতে ট্রেনিং চলাকালীন গোটা বিষয়টি সামনে আসে।

শনিবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং।তিনি বলেন, বাঘাযতীন কলোনির মাঠে ট্রেনিং চলছিল।পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করে নিয়ে আসে।তার মধ্যে ৩ জন মূল চক্রী।পুলিশ সেজে পুলিশের ট্রেনিং দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।এর আগেও ট্রেনিং এর জন্য দুধিয়া, মিরিক এবং দার্জিলিং এর নিয়ে যাওয়া হয়েছিল।তদন্ত চলছে।


ধৃত লক্ষ্মণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাসের বিরুদ্ধে বেশকিছু ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *