‘অগ্নিপথ’ বিক্ষোভ ও অসমে বন্যা পরিস্থিতি, শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করল উত্তরপূর্ব সীমান্ত রেল

শিলিগুড়ি, ১৮ জুনঃ অগ্নিপথের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, অন্যদিকে অসমে বন্যা পরিস্থিতি।যার জেরে শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করল উত্তরপূর্ব সীমান্ত রেল।যার জেরে দুর্ভোগে যাত্রীরা।  


রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিহারে আন্দোলন এবং অসমে বন্যা পরিস্থির জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং থেকে রঙ্গিয়া ডিভিশনে রেললাইনের ক্ষতির জেরে অসমের বেশকিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।পাশাপাশি ১৫৯০৯ ডিব্রুগড় থেকে লালগড় এক্সপ্রেস, ১২৫২৩ নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি এক্সপ্রেস,১২০৬৮ জোড়হাট টাউন-গোয়াহাটি শতাব্দী এক্সপ্রেস, কাটিহার-সমস্তিপুর ট্রেন সহ আরও বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে।

এদিকে ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী।আন্দোলনকারীদের এই ধরণের বিক্ষোভের বিরোধিতা করেন যাত্রীরা।    


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *