ফুলবাড়ি, ১৯ মেঃ দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, দুদিনের সামান্য বৃষ্টিতে সেই বেহাল রাস্তায় জল জমে তৈরি হয়েছে ছোট ছোট পুকুর- সমস্যায় ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চতুরাগঞ্জ সিপাহীপাড়া এলাকার বাসিন্দারা।
এলাকার প্রধান রাস্তার বেহাল দশা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে, অথচ সংস্কারের কোনো কার্যকরী উদ্যোগ চোখে পড়ছে না। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে সিপাহীপাড়া হয়ে ভালোবাসা মোড় পর্যন্ত বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। রাস্তাটির পাশেই রয়েছে একটি বেসরকারি শিশু বিদ্যালয় ও একটি সরকারি স্কুল, এছাড়াও রয়েছে কারখানা।বৃষ্টির কারণে গর্তে জমা জল আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার হোক।
এই প্রসঙ্গে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কিশোর চন্দ্র রায় জানান, গতবছর এই বেহাল রাস্তার গর্ত ভরাটের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিটমিশালি দেওয়া হয়েছিল। ফের এই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। বিষয়টি জেলা পরিষদের সদস্যাকে জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।