ফুলবাড়িতে পৌঁছালেন ‘দিদির দূতেরা’, শুনলেন সাধারণ মানুষের নানান সমস্যার কথা

ফুলবাড়ি,২১ মার্চঃ সাধারণ মানুষের কথা শুনতে আজ ফুলবাড়িতে গেলেন ‘দিদির দূতেরা’। প্রতিনিধিদের কাছে রাস্তা,ড্রেন ও পানীয় জল সহ নানান সমস্যার কথা বললেন স্থানীয়রা।


মঙ্গলবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে  “দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে” যান ‘দিদির দূত’রা। সেখানে রাজ্যের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, আজ আমরা ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছি। আমাদের কাছে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের, রাস্তার কথা জানান। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করবো৷


অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখানে প্রায় ৪২ টি পাকা রাস্তা, ২টি পাকা ব্রিজ সহ বিভিন্ন স্কুলে সাইকেল স্যান্ড থেকে নানা উন্নয়নের কাজ করা হয়েছে। তবে ফুলবাড়ি এলাকায় জনসংখ্যা বেড়েই চলেছে।যার ফলে রাস্তা,ড্রেনের চাহিদাও বাড়ছে।আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *