শিলিগুড়ি, ১ এপ্রিলঃ আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি ২০ সম্মেলন।সম্মেলনে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি।
এদিন বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান শিলিগুড়ি ও নকশালবাড়ির বিজেপি বিধায়ক।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, শিলিগুড়িতে জি ২০ সম্মেলনের এটি দ্বিতীয় বৈঠক। ৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।এরপর শ্রীনগর ও শেষে গোয়ায় বৈঠক হবে।
অন্যদিকে হাওড়ার ঘটনা তিনি বলেন,হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলা রাজ্যের হাতে রয়েছে। রাজ্য সরকারকে অনুরোধ করবো এমন ঘটনা যাতে না ঘটে।শান্তি বজায় রেখে জনগনের মধ্যে বিশ্বাস বাড়ানো প্রয়োজন।