আলিপুরদুয়ার, ২৯ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত।আতঙ্কে রয়েছেন বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালী নাকাঢালা এলাকাতেও হাতির দল গ্রামে এসে তান্ডব চলায় ও বাসিন্দাদের ধান ক্ষতিগ্রস্ত করে।পাশাপাশি হাতির দলটি ভক্তাপাড়া এসএসকে স্কুল ও আইসিডিএস সেন্টারের রান্না ঘরে হানা দিয়ে মিড ডে মিলের খাদ্য সামগ্রী সবার করে নেয়।ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতিনিয়ত হাতি গ্রামে এসে তান্ডব চলাচ্ছে।বাসিন্দাদের ফসল থেকে শুরু করে ঘরবাড়ি সমস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।গতকাল গভীর রাতেও তিনটি হাতির একটি দল গ্রামে এসে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।সারারাত ঘুমাতে পারিনি বাসিন্দারা।প্রশাসন ও বনদপ্তরের নজরদারির দাবী জানিয়েছেন স্থানীয়রা।