হাতির তাণ্ডবে অতিষ্ঠ রাজগঞ্জের নাথুয়া চর এলাকার বাসিন্দারা

রাজগঞ্জ,১০ জুনঃ হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভুট্টা ও বাদাম।এছাড়া বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এখনো এলাকায় হাতির দল ঘাঁটি গেড়ে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজগঞ্জ বিধানসভার বারোপাটিয়া অঞ্চলের নাথুয়া চর এলাকার বাসিন্দারা।


এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সৈকত দাস বলেন, পাঁচ বিঘা জমিতে বাদাম চাষ করেছি।সব ফসল হাতি এসে তছনছ করে দিয়েছ।আমরা ভয়ে বাদাম তুলতে যেতে পারছিনা।আমার প্রায় ৭০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

অন্যদিকে শ্যামল দাস নামে এক চাষী বলেন, বিগত ছয়-সাতদিন ধরে হাতি এলাকায় আছে।বনদপ্তরের কোনো সহযোগিতা পাচ্ছি না।গতকাল রাতে আমার বাড়িতে একদল হাতি এসে তান্ডব চালিয়ে ঘর সহ ফসল নষ্ট করে দেয়।খুব আতঙ্কে রয়েছি।একই অভিযোগ করেছেন ওই চরের বেশকিছু কৃষক।একদিকে হাতির আতঙ্ক, অন্যদিকে হাতির ভয়ে জমির ফসল তুলতে পারছেন না।ফলে নষ্ট হচ্ছে জমির ফসল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *