নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত মমতা ব্যানার্জি।এদিন বাঁ পায়ে আঘাত পান তিনি।গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।জানান, চক্রান্ত করে চার-পাঁচজন তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দেয়।স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছিল না।ইতিমধ্যেই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন মমতা ব্যানার্জি।এরপর ফের নন্দীগ্রামে ফিরে গিয়ে বিভিন্ন মন্দিরে যান তিনি।সবশেষে রানিচকের একটি মন্দিরে হরিনাম-সঙ্কীর্তন শুনতে যান।সেখান থেকে বেরোনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।ঘটনায় পড়ে গিয়ে মাথায়,কপালে এবং পায়ে চোট পান তিনি।যন্ত্রণা আরও বাড়লে তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, জেড প্লাস নিরাপত্তা পান মমতা ব্যানার্জি।তারপরেও এই ধরণের ঘটনা ঘটায় উঠছে প্রশ্ন।