ঝাড়ু হাতে রাস্তায় পুলিশ, পুলিশ দিবসে বিশেষ উদ্যোগ

শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ ঝাড়ু হাতে রাস্তায় নামলো পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা।রবিবার পুলিশ দিবস উপলক্ষে শিলিগুড়িতে সাফাই অভিযান ও শ্রমদান কর্মসূচীর উদ্যোগ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।


এদিন সকালে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে মহাত্মা গান্ধী মোড়ে পার্ক পরিষ্কার করা হয়।পুলিশ কর্মীরা ও সিভিক ভলান্টিয়াররা পার্ক পরিষ্কারের পাশাপাশি পার্কের আগাছা পরিষ্কার করেন।

এদিনের কর্মসূচীতে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি মহেশ সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO