শিলিগুড়ি,১৮ আগস্টঃ শিলিগুড়িতে জমি কারবারিকে লক্ষ্য করে গুলি। আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।যদিও ঘটনায় সুপারি দিয়ে বিদ্যুৎ সাহা নামে ওই ব্যক্তিকে খুন করার পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের।জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বাইকে আসা দুই আততায়ীর ছবি পেয়েছে পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজ বারবার খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা।তবে সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে তেমন কোনও সূত্র মেলেনি।এখনও একপ্রকার অন্ধকারেই রয়েছে শিলিগুড়ি পুলিশ। এর আগে জমির অবৈধ কারবারির অভিযোগে বিদ্যুৎকে গ্রেফতার করেছিল ভক্তিনগর থানা পুলিশের সন্দেহ,পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা।তদন্তকারীদের অনুমান, বিহার থেকে আনা হয়েছিল সুপারি কিলারদের।
ভক্তিনগর থানা আশিঘর ফাঁড়ির পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে ডিডিও।পাশাপাশি এসওজি’র তরফেও তদন্ত করা হচ্ছে।