৩০০ জনকে খাদ্যসামগ্রী তুলে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ

শিলিগুড়ি, ২৯ মার্চঃ লকডাউন চলাকালীন দুঃস্থ ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ।এদিন প্রায় ৩০০ জনের হাতে চাল, ডাল, আলু ,লবণ ও পাউরুটি সহ খাদ্যসামগ্রী তুলে দেন।


কাজল ঘোষ বলেন, লকডাউন চলাকালীন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেব। তিনি অন্যান্য এলাকায়গুলিতেও মানুষের পাশে দাঁড়ানোর আবেদন করেন।সকলকে ভাল ও নিরাপদে বাড়িতে থাকার পরামর্শ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel giriş