এনজেপি থানায় মহিলা ব্যারাকের উদ্বোধন করলেন কমিশনার গৌরব শর্মা  

শিলিগুড়ি, ১৫ আগস্টঃ পুলিশ পরিকাঠামোকে ঢেলে সাজাতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের  কমিশনার গৌরব শর্মা।ইতিমমধ্যেই শহরের ট্রাফিক,নিরাপত্তা সহ কমিশনারেটের অন্তর্গত থানা গুলিকে নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছে।


মহিলা পুলিশের বিশ্রাম ঘর সহ নানান সমস্যা দির্ঘদিনের।থানায় মহিলা ব্যারাক না থাকায় অন্যত্র গিয়ে মহিলাদের বিশ্রাম বা অন্যান্য আনুসাঙ্গিক কাজ করতে হত।তবে সেই সমস্যারও সমাধান করার উদ্যোগ নিয়েছেন কমিশনার।

রবিবার স্বাধীনতা দিবসের দিনে এনজেপি থানায় ১০ শয্যা বিশিষ্ঠ মহিলা পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা।পাশাপাশি এদিন ওসি কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি হেড কোয়ার্টার অমিতাভ মাইতি, ডিসিপি জয় টুডু, এনজেপি থানার ওসি সমীর তামাং সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

ডিসিপি জোন ১ জয় টুডু জানান, মহিলা পুলিশের এই অসুবিধে দির্ঘদিনের তবে সমাধানের উদ্যোগ আগে গ্রহন করা হয়নি।পুলিশ কমিশনার গৌরব শর্মা দায়িত্ব নেওয়ার পরপরই তার সর্বপ্রথম কাজ হিসেবে মহিলা ব্যারাক নির্মান করার উদ্যোগ নিয়েছেন।দ্রুত সব থানা ও পুলিশ ফাঁড়িতে এই ব্যারাক নির্মানে জোর দেওয়া হয়েছে।আরও কিছু সমস্যা রয়েছে যা দ্রুত মেটানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *