শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইড এর উদ্যোগে শিলিগুড়ির এসএফ রোডে হিন্দি হাইস্কুলের মাঠে শুরু হল তিন দিবসীয় লায়ন্স ড্রিম প্রিমিয়ার লিগ।শহরের মোট ৮টি দল এই প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে।
শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা করেন ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন্স সুরেশ সিনহাল ও ৪ নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত রায় ও আন্ডার ১৬ এর রঞ্জি খেলোয়ার অভনিস আগরওয়াল।
এদিন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি প্রাইড এর সম্পাদক ও সভাপতি জানান,মুলত খেলোয়ারদের একসূত্রে বাঁধতেই তাদের এই উদ্যোগ।