শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনিতে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
জানা গিয়েছে, মাইকেল মধুসূদন কলোনিতে পাশাপাশি দুটি মন্দির রয়েছে।একটি মা কালী এবং আরেকটি রাধাগোবিন্দ মন্দির।রাধাগোবিন্দ মন্দির থেকে চুরি গিয়েছে প্রায় ১৫ হাজার টাকা, একটি গ্যাস সিলিন্ডার এবং মন্দিরের যাবতীয় হিসেবের কাগজপত্র।যদিও মা কালী মন্দিরে কোন চুরি হয়নি।ঘটনার পর খবর দেওয়া হয় এনজেপি থানায়।পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
মন্দির কমিটির সদস্যরা জানান, গত ৬ ফেব্রুয়ারি রাধা গোবিন্দ মন্দিরের কীর্তন শেষ হয়েছে।তার হিসেবপত্র দেওয়া এখনও বাকি রয়েছে।কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবেই চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা।