শিলিগুড়ি,২১ মার্চঃ মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের তিলক রোড এলাকায়।মঙ্গলবার ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন পুরনিগমের সাফাই কর্মীরা।সেইসময় এক সাফাইকর্মী ড্রেনের মধ্যে মাথার খুলিটিকে দেখতে পান।মুহূর্তেই ঘটনার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।মাথার খুলি দেখতে এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ।ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর বাসুদেব ঘোষ।খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।
কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান, দুদিন ধরে ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে অন্য কোথাও থেকে এই খুলিটি ভেসে এসে থাকতে পারে।পুলিশের অনুমান খুলিটি প্লাস্টিকের। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরেই বিষয়টি পরিষ্কার হবে।
পুলিশ মাথার খুলিটিকে উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে।