উত্তরবঙ্গ মেডিক্যালে কলেজ ও হাসপাতালে এমডিতে ১৪টি আসন বেড়েছেঃ অনেক দিনের দাবি পূরণ হল-শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ৭ আগস্টঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের এমডিতে ১৪টি আসন বাড়ানোর ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।সেই ছাড়পত্র পেতেই খুশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।এর আগে ৪ টি আসন ছিল এমডিতে।এখন ১৪ টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে।


এই আসন সংখ্যা বাড়ানোর আবেদন করে সাংসদ রাজু বিস্তকে চিঠি দিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। পরবর্তীতে সাংসদ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছিলেন বলে জানালেন বিধায়ক। এই দাবি পূরণ হওয়ায় কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার তিনি জানান, এর আগেই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে আসন সংখ্যা বাড়ানোর দাবি আমার কাছে এসেছিল। এরপর সাংসদকেও জানিয়েছিলাম। পরবর্তীতে আসন বাড়ানোর দাবিতে চিঠি লেখা হয়।  

অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব জানান, ১৪ টি আসন বেড়েছে এটা খুব বড় বিষয়। বহুদিন ধরেই চেষ্টা করছিলাম আমরা। অবশেষে  ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদন পাওয়া গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *