বার্ড ফ্লু’র আতঙ্কে বাংলার মুরগি নেওয়া বন্ধ করেছে অসম, ক্ষতিগ্রস্থ পোলট্রি ব্যবসায়ী ও খামার মালিকরা

রাজগঞ্জ, ১৬ মেঃ কয়েকমাস থেকে বাংলার মুরগি নেওয়া বন্ধ করেছে অসম। ফলে ব্যাপক লোকসানের মুখে এরাজ্যের পোলট্রি ব্যবসায়ী ও খামার মালিকরা।


জানা গিয়েছে, ঝাড়খণ্ড ও বিহারে কয়েকমাস আগে বার্ড ফ্লু’র ঘটনা সামনে এসেছিল।এই দুই রাজ্যের দিকে তাকিয়ে অসম সরকার অন্য রাজ্য থেকে মুরগি আমদানি বন্ধ করেছে।ফলে কোপ পড়েছে বাংলার পোলট্রি চাষিদের উপর। পশ্চিমবঙ্গের সীমানা দিয়ে কোনও মুরগি যাতে অসমে প্রবেশ না করে তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে অসম সরকার। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে।

উত্তরবঙ্গ থেকে প্রচুর সংখ্যায় পোলট্রি মুরগি অসমে রপ্তানি করা হয়।কিন্তু গত ৬ মার্চ অসম সরকার মুরগি ঢুকতে না দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে।ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের পোলট্রি ব্যবসায়ীরা।অসম হয়ে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মুরগি পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। পূর্ব ভারতে মুরগি পাঠাতে হলে অসম ছাড়া বিকল্প রাস্তাও নেই। একারণে ব্যবসায়ীরা আরও বিপাকে পড়েছেন।


এক ব্যবসায়ী অসীম দাস বলেন, আমার অধীনে প্রায় ১০০ টি পোলট্রি খামার রয়েছে। প্রতিদিন বিক্রয়যোগ্য প্রচুর পোলট্রি মুরগি ও সোনালী মুরগি উৎপাদন হয়। কিন্তু গত প্রায় তিন মাস থেকে মুরগি সরবরাহ করতে না পারায় ব্যাপক লোকসান হচ্ছে। পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতেও মুরগি পাঠানো যাচ্ছে না।এই বিষয়ে বিভিন্ন যায়গায় আবেদন করা হয়েছে। এভাবে আরো কিছুদিন চলতে থাকলে, মুরগি চাষ হয়তো বন্ধ হয়ে যাবে। তাই তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *