শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ নাবালিকা প্রেমিকাকে জোর করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ সাহিল হুসেন।অরুণাচল প্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে, প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় প্রধাননগর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার সঙ্গে পরিচয় হয় যুবকের।দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।এরপর প্রেমিকার সঙ্গে দেখা করে অরুনাচল প্রদেশ থেকে এনজেপিতে পৌঁছায় যুবক।নাবালিকা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে এনজেপিতে যায়।
এরপর যুবক ঘুরতে যাওয়ার নাম করে চা বাগানে ফাঁকা জায়গায় নিয়ে যায়।সেখানে নাবালিকাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ।স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পাশাপাশি নাবালিকার মাকে খবর দেওয়া হয়।পরবর্তীতে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃত যুবককে আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।