শিলিগুড়ি, ৭ এপ্রিলঃ নামীদামী কোম্পানির নাম এবং লোগো ব্যবহার করে শিলিগুড়ি সহ আশেপাশের এলাকায় বিক্রি করা হচ্ছিল নকল পণ্য।মানুষকে এভাবেই করা হচ্ছিল প্রতারণা।ঘটনার পর্দা ফাঁস করলো ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।অভিযানে উদ্ধার বেশকয়েকটি নামি কোম্পানির লোগো লাগানো নকল পণ্য।ঘটনায় আটক ৬ জন।
জানা গিয়েছে, শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪০ নম্বর ওয়ার্ডের একটিয়াশাল বাজারে একটি বাড়িতে বাইরে থেকে জিনিস নিয়ে এসে সেখানে নামি কোম্পানির লোগো, স্টিকার লাগাতো কয়েকজন ব্যক্তি।এরপর নামি কোম্পানির স্টিকার দেখিয়ে তা শিলিগুড়ি সহ আশেপাশের এলাকায় বিক্রি করতো।এভাবেই চলছিল প্রতারণার কারবার।এই খবর পেয়েই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়।উদ্ধার হয় প্রেসার কুকার, গ্যাস ওভেন, চিমনি সহ বিভিন্ন পণ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে দুজন বিহার, তিনজন উত্তরপ্রদেশ এবং একজন শিলিগুড়ির বাসিন্দা।এই ৬ জনই গোটা কারবার চালাচ্ছিল।গোটা ঘটনার তদন্তে পুলিশ।