নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচনে জয়ী সভাধিপতির প্যানেল, আনন্দে মাতলেন ব্যবসায়ীরা  

নকশালবাড়ি, ২৩ সেপ্টেম্বরঃ নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল সভাধিপতির প্যানেল।২৫ আসন বিশিষ্ট ব্যবসায়ী সমিতির ভোটে ১৯টিতে জয়ী হলেন তারা।


গত বৃহস্পতিবার নকশালবাড়ি মাড়োয়ারি ভবনে ভোট শেষ হ‌ওয়ার পর গতকাল গভীর রাতে ভোট গননার কাজ শেষ হয়।৭ দফায় ৪টি টেবিলে গভীর রাতে ভোট গননা শেষ হয়।ভোটের ফলাফল আসতেই আনন্দে মেতে ওঠেন জয়ী ব্যবসায়ীরা।

একদিকে সভাধিপতি, প্রধান, উপপ্রধান থেকে জনপ্রতিনিধি ও নেতারা লড়াইয়ের ময়দানে ছিলেন তেমনি অপরদিকে বিদায়ী বোর্ডের সদস্য থেকে শুরু করে শাসকবিরোধী ব্যবসায়ীরা সম্মুখ সমরে লড়েন।তবে শেষপর্যন্ত সভাধিপতির প্যানেল আগামী তিন বছর ব্যবসায়ী সমিতির ক্ষমতায় আসল।


এদিন সভাধিপতি অরুণ ঘোষ ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।তিনি বলেন, একাধিক সমস্যার সমাধান যেমন করা হবে তেমনি উন্নয়ন কাজ চলবে।

পাল্টা একাধিক অভিযোগ করলেও নতুন ব্যবসায়ী সমিতির সঙ্গে কাজ করে উন্নয়নের কথা জানান বিদায়ী বোর্ডের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis Yeni