নকশালবাড়ি, ২৪ মেঃ নকশালবাড়ির কলাবাড়ির এলাকায় হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।মৃতের নাম পোশবাহাদুর ছেত্রী।নকশালবাড়ির মিরজাঙলার বাসিন্দা।
জানা গিয়েছে, গভীর রাতে কলাবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে ২টি হাতি।ঘরে ফেরার পথে পেছন থেকে জঙ্গলি হাতির হানায় মৃত্যু হয় ব্যক্তির।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি ও পানিঘাটা ফাঁড়ির পুলিশ এবং পানিঘাটা বনদফতরের কর্মীরা।মৃতদেহ উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রা।ঘটনার জেরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।পরে বনদফতরের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে পানিঘাটা বনদফতরের রেঞ্জার সমীরণ রাজ জানান, মৃতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি এলাকায় ফেন্সিং ও লাইটের ব্যবস্থা করা এবং টহলদারি বাড়ানো হবে বলে জানান তিনি।