শিলিগুড়ি, ৩০ জুলাইঃ নেশার ইঞ্জেকশন সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম প্রেমা তামাং।দার্জিলিঙের বাসিন্দা।
জানা গিয়েছে, প্রচুর পরিমাণে নেশার ইঞ্জেকশন নিয়ে দার্জিলিঙে যাওয়ার উদ্দেশ্যে ছিল প্রেমা তামাং।এই খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ জংশন এলাকায় অভিযান চালিয়ে প্রেমা তামাংকে আটক করে।তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ২০০পিস নেশার ইঞ্জেকশন।এরপরই গ্রেফতার করা হয় তাকে।
ধৃতকে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।