শিলিগুড়ি, ২২ মার্চঃ বুধবার নিজের শহর তথা বাড়িতে ফিরেছেন ক্রিকেটার রিচা ঘোষ।বাড়ি ফিরেই শিলিগুড়ির ২২ গজে ফিরলেন রিচা।তবে অনুশীলনের জন্য নয়।নতুন প্রজন্মের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতেই প্রশিক্ষক হিসেবে এদিন মাঠে নামেন রিচা।
শিলিগুড়ির বাঘাযতীন ক্লাব থেকেই খেলা শুরু হয়েছিল রিচার।বাড়ি ফেরার পর এদিন বিকেলেই বাঘাযতীন ক্লাবে পৌঁছান রিচা।ক্লাবে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা ভাসেন তিনি।
এরপর শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে অনুশীলন ময়দানে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটান তিনি।কচিকাচাদের ব্যাট ও বলে অটোগ্রাফ ও সেলফির আবদার মেটান।পাশাপাশি খেলোয়াড়দের বিভিন্ন পরামর্শও দেন তিনি।