ফাঁসিদেওয়া, ২২ মার্চঃ সোমবার থেকে নিখোঁজ ছিল নাবালক নকুল ব্রিজা।বুধবার চা বাগানের গাছ থেকে উদ্ধার হল নাবালকের ঝুলন্ত দেহ।ফাঁসিদেওয়ার ডন্ডাঝাড় এলাকার ঘটনা।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায় নকুল।বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।আজ সন্ধ্যায় বাড়ির পাশে চা বাগানে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।