শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ এনজেপি স্টেশনের সামনে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। যাত্রী ও ব্যবসায়ীদের সামনেই নিজের শরীরে চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবক। যুবকের এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।
বুধবার বিকেলে স্টেশনের সামনে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করে।এরপর রক্তাক্ত অবস্থায় স্টেশনের সামনে রাস্তায় লুটিয়ে পড়ে।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়।যুবকের নাম পরিচয় জানা যায়নি।
এনজেপি স্টেশনে ঢোকার মুখে রাস্তার উপর ওই যুবক চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। যুবকের হাতে ধারালো অস্ত্র দেখে অনেকেই ভয় পেয়ে যান।এরপরই এনজেপি থানার পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আরপিএফ ও জিআরপিও সেখানে যায়।