নকশালবাড়ি,২১ মার্চঃ রাস্তার ধারে ঝোপ থেকে বস্তাবন্দি নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করা হল নবজাতকের মা’কে।
গত শুক্রবার নকশালবাড়ির স্টেশনপাড়ার প্রেমনগর এলাকায় রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার হয় বস্তাবন্দি নবজাতকের মৃতদেহ।মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।এরপর দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানান ময়নাতদন্তের রিপোর্টে নবজাতকের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। এর ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় এবং নবজাতকের মাকে গ্রেফতার করে পুলিশ।ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ।