নদীর চর দখল করে চলছিল চায়ের দোকান, গ্রেফতার ব্যক্তি   

শিলিগুড়ি, ২ মেঃ নদীর চর দখল বা সরকারি জমি কারবারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সেই নির্দেশ অনুযায়ী ধরপাকড় শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ইতিমধ্যেই বেশকয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার রাতেও নদীর চর দখলের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম ঝুটেন মন্ডল।জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পোড়াঝার এলাকায় নদীর চর দখল করে প্রথমে চায়ের দোকান ও পরে দোকানের পেছনে প্রায় বিঘা খানেক জমি দখল করে বাড়ি বানিয়ে বসবাস শুরু করে।রবিবার রাতে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় এলাকার পঞ্চায়েত নিরঞ্জন সরকারের নাম উঠে এসেছে।তার মদতেই এসব হয়েছে বলে জানান ধৃত ব্যক্তি।  সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *