শিলিগুড়িতে মিছিল ও পথ অবরোধে মতুয়া সম্প্রদায়ের

শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া সম্প্রদায়ের গুরুর নাম বিকৃত করে উচ্চারন করার অভিযোগ তুলে শিলিগুড়িতে পথ অবরোধে সামিল মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।এদিন মতুয়া মহাসংঘের হাতিয়াডাঙ্গা ঠাকুরনগর শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।এরপর ইস্টার্ন বাইপাস রোড অবরোধ করেন তারা।  


জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি মালদার গাজোলে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী।সেখানে বক্তব্য রাখার সময় মতুয়াদের গুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম ভুলবশত রোঘুচাঁদ এবং গোরুচাঁদ বলেন তিনি।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অসন্তুষ্ট হন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।এরই প্রতিবাদে সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছে।আজ শিলিগুড়িতেও আন্দোলনে সামিল হন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।

এই বিষয়ে সারা ভারত মতুয়া মহাসংঘের জলপাইগুড়ি জেলার সভাপতি দীপঙ্কর বালা বলেন, গাজোলের সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম যেভাবে বিকৃত করেছেন তাতে আমাদের সম্প্রদায়ের মানুষেরা ভীষণভাবে ব্যথিত ও ক্ষুব্ধ।এরই প্রতিবাদে আজ মতুয়া সম্প্রদায় আন্দোলনে নেমেছে।আমাদের দাবি, ঠাকুরবাড়ীতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *