খড়িবাড়ি, ১৯ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে জেলাস্তরীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হল খড়িবাড়িতে।
এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়।শিবিরে কৃষি ও প্রাণী সম্পদের একাধিক স্টল বসানো হয়।এদিন জেলাস্তরের পুরস্কার বিতরণ প্রদর্শনী সহ অঙ্কণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে সভাধিপতি অরুণ ঘোষ জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণী সম্পদ বিকাশের স্বার্থে কি কি উদ্যোগ নিয়েছেন তা এখানে পরিলক্ষিত করা হয়েছে।ব্লকে ব্লকে এই সপ্তাহ শেষ হওয়ার পর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।