করোনা আবহে জলপাইগুড়ির রাজবাড়িতে কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল দূর্গা পুজোর প্রস্তুতি

জলপাইগুড়ি, ১২ আগস্টঃ করোনা আবহের মধ্যেই ডাকে কাঠি পরলো জলপাইগুড়ির রাজবাড়িতে।জন্মাষ্টমীতে নন্দ উৎসব ও কাঁদো খেলার মাধ্যমে  জলপাইগুড়ির  বৈকুন্ঠপুর রাজ পরিবারের ৫১১ বছরের দূর্গা পুজোর কাঠামো পূজো হল।প্রাচীন ঐতিহ্য মেনে আজ সকালে রাজবাড়ির দূর্গা মন্দিরে কাঠামো পুজো করলেন রাজ পরিবারের সদস্য প্রনত কুমার বসু ও রাজ পরিবারের কুল পুরোহিত শিবু ঘোষাল।


 


জানা গিয়েছে, এবছর জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের দূর্গা পুজো ৫১১বছরে পদার্পণ করল।আজ দূর্গা মন্দিরের পাশের মাঠে অনুষ্ঠিত হয় কাঁদো খেলা।কাঁদো খেলার পর সেই জায়গার মাটি দিয়েই দূর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করেন মৃৎশিল্পী।পুরনো রথের ওপর তৈরি করা হবে দুর্গা প্রতিমা।

রাজ পুরোহিত শিবু ঘোষাল জানান, করোনার জেরে এবছর রাজ পরিবারের পুজোতে বেশকিছু কাটছাট করা হয়েছে।অন্যান্য বছরের মতো মন্দিরের ভেতরে প্রবেশ করে এবছর পুজো দিতে পারবেন না ভক্তরা।মন্দিরের বাইরে থেকে মা দূর্গাকে দর্শন ও পুজো  দিতে হবে।এছাড়াও প্রতিবছর অষ্টমী পুজোর দিন রাজ পরিবারের  পক্ষ থেকে  ভক্তদের ভোগ খাওয়ানো হত এবছর সেই ভোগ খাওয়ানো হবে না বলে জানান তিনি।

রাজ পরিবারের সদস্য প্রনত কুমার বসু জানান, প্রাচীন ঐতিহ্য মেনেই এবছরও রাজবাড়ির পুজো হবে।মায়ের কাছে সকলের সুস্থ ও ভালো থাকার কামনাও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *