শিলিগুড়ি, ১৫ মার্চঃ লক্ষাধিক টাকার প্রসাধনী সামগ্রী সহ শিলিগুড়িতে গ্রেফতার ১ জন।আটক করা হয়েছে একটি ট্রাক।ধৃতের নাম মনোজ তামাং।
জানা গিয়েছে, নেপালে তৈরি হওয়া প্রসাধনী সামগ্রী লুকিয়ে পাহাড় হয়ে শিলিগুড়ির নয়া বাজারে আনা হচ্ছিল।যে কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারকে।নেপালে তৈরি হওয়া এই সমস্ত সামগ্রীর দাম অনেকটাই কম।এই কারণে কম টাকায় বেশি মুনাফা করার জন্য নয়া বাজারের এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নেপাল থেকে এই সমস্ত সামগ্রী নিয়ে আসছিল।
মঙ্গলবার রাতেও একটি ট্রাকে করে শিলিগুড়িতে আনা হচ্ছিল বিভিন্ন প্রসাধনী সামগ্রী।রাতে নাকা চেকিং চালানোর সময় ট্রাকটিকে আটক করা হয়।ট্রাকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নেপালে তৈরি হওয়া প্রসাধনী সামগ্রী।উদ্ধার হওয়া সামগ্রীর কোন বৈধ নথী দেখাতে না পারায় ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ।
এরপর ট্রাক সহ সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য ৫ লক্ষ টাকা।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।