রাজগঞ্জ,২০ এপ্রিলঃ রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লী গ্রামে হাতির তাণ্ডবে ভাঙল ঘর।মঙ্গলবার গভীর রাতে একটি বুনো হাতি এলাকায় ঢুকে পড়ে।এরপরই গ্রামের বাসিন্দা প্রহ্লাদ সরকারের বাড়িতে তান্ডব চালায় হাতিটি।তার শোবার ঘরে তান্ডব চালায় হাতিটি।এলাকার বেশকিছু গাছও ভেঙে দেয়।
প্রহ্লাদ বাবু বলেন, গভীর রাতে আচমকা শব্দ শুনতে পাই। উঠে দেখি একটি হাতি বাড়িতে উঠোনে দাঁড়িয়ে রয়েছে।প্রায়ই এলাকায় হাতি ঢুকে পড়ে।প্রচুর ক্ষয়ক্ষতিও হয়।