‘রাষ্ট্রের সুরক্ষা নিয়ে কোনো রাজ্য প্রশ্ন তুললে সেই রাজ্য দেশবিরোধী’- রাজু বিস্ত

শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ কেন্দ্র সরকার দেশকে শক্তিশালী করার প্রচেষ্টা করছে।কেন্দ্রের কাছে প্রথম অগ্রাধিকার হল সীমান্ত এলাকা শক্তিশালী করা।রাষ্ট্রের সুরক্ষা নিয়ে কোনো রাজ্য যদি প্রশ্ন তোলে তাহলে তা স্পষ্ট যে সে দেশবিরোধী।শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সিতাই এর ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারকে এমনইভাবে আক্রমণ করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।


প্রসঙ্গত, শুক্রবার কোচবিহার জেলার সিতাই সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় ৩ জনের।এরপর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

এদিকে আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে সিতাইয়ের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজু বিস্ত বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে থেকেই বিরোধীতা করে আসছে।রাজ্য সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সভায় একটি প্রস্তাবও আনার প্রস্তুতি নিচ্ছে।তিনি আরও বলেন, কেন্দ্র সরকার দেশকে শক্তিশালী করার চেষ্টা করছে।এই কারণে সীমান্ত এলাকা শক্তিশালী করা হচ্ছে।পশ্চিমবঙ্গ সরকার এর বিরোধিতা করছে তার কারণ সীমান্ত এলাকায় মাদক পাচার, গরু পাচার এবং জাল টাকার কারবার চলে।তার কাটমানি পায় তৃণমূল পার্টি।এই সমস্ত বিষয়ে তৃণমূল সরকার নাটক করছে এবং বিভিন্ন মন্তব্য করছে।এর অর্থ তৃণমূল সরকার দেশবিরোধী।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *