শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ এবং ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক শিলিগুড়ির ভরত ছেত্রীকে নাগরিক সংবর্ধনা জানালো শিলিগুড়ি পুরনিগম।
শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে তাদের সন্মান জানান মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার,চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ মেয়র পারিষদেরা।পাশাপাশি শহরের বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ক্লাবের তরফে দুই প্রতিভাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিন নিজের শহরে সংবর্ধনা পেয়ে আপ্লুত রিচা ঘোষ ও ভরত ছেত্রী।এদিন রিচা ঘোষ জানান, এভাবে সংবর্ধনা পেয়ে ভালো লাগছে।সকলকে ধন্যবাদও জানান তিনি।এদিকে আগামীকাল ইডেন গার্ডেনে চেন্নাই ও কেকেআর এর ম্যাচের উদ্বোধক হিসেবে ডাক পেয়েছি এর জন্য খুব খুশি।পাশাপাশি সামনে থেকে ধোনির খেলা দেখার জন্যও উৎসাহিত তিনি।
অন্যদিকে ভরত ছেত্রী জানান, শিলিগুড়িতে এই সম্মান পেয়ে ভালো লাগছে।হকিকে আরও জনপ্রিয় করে তুলতে পুরনিগমের সহযোগিতায় শিলিগুড়িতে অ্যাকাডেমি গড়ে তোলার ভাবনা রয়েছে।যাতে ক্রিকেটের মত হকির প্রতিও খেলোয়ারদের উৎসাহ বাড়ে।
এদিকে মেয়র গৌতম দেব জানান, এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান মূলত নতুন প্রজন্মকে খেলার দিকে উৎসাহ বাড়াবে।সেই ভাবনা নিয়েই আজ রিচা ও ভরতকে সংবর্ধনা দেওয়া হল।