ইসলামপুর,১০ মার্চঃ ‘প্রধানমন্ত্রী,অমিত শাহ ও নাড্ডাজি এখন কলকাতায় ডেলি প্যাসেঞ্জারী করছেন’।বুধবার উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় রোড শো করতে এসে এমনটাই বললেন গোয়ালপোখর বিধানসভার তৃণমূলের মনোনীত প্রার্থী গোলাম রব্বানি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী,অমিত শাহ ও নাড্ডাজি এখন কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করছেন।গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন।বাংলায় এবার বিজেপি সাফ হয়ে যাবে’।
অন্যদিকে ভোটের মুখে যারা দলত্যাগ করেছেন তাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তেমন কেউ তাদের দল থেকে অন্য দলে যায়নি।দুই চার জন যারা গিয়েছেন,তারা ২০১৮ সালেই চলে গিয়েছিল’।