সাহু নদীর ওপর অবৈধ লোহার ব্রিজ তৈরির ঘটনায় গ্রেফতার ৪  

শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ সাহু নদীর ওপর লোহার ব্রিজ তৈরি করে সরকারি জমি ও নদীর চর দখলের ঘটনায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।


প্রসঙ্গত, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের সাহু নদীর ওপর লোহার ব্রিজ তৈরি করে চলছিল সরকারি জমি ও নদীর চর দখল।এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন।ভেঙ্গে দেওয়া হয় অবৈধ ব্রিজ।বিষয়টি  মুখ্যমন্ত্রীর গোচরে আসতেই নদী দখল বা সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত নয়,সাফ জানিয়ে দেন তিনি।এসবের বিরুদ্ধে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সেই নির্দেশের পরই কমিশনার গৌরব শর্মার নির্দেশে শুরু হয় অভিযান।

লোহার ব্রিজ তৈরির ঘটনায় বাপন দাস,কার্ত্তিক বোস,নির্মল রায় ও দেবাশীষ বর্মনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ।ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *