শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ বিশ্ব এইডস দিবস উপলক্ষে শিলিগুড়ি থানা অন্তর্গত খালপাড়া আউটপোস্টের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় যৌন কর্মীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
এদিন শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে যৌনকর্মীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আইসি, খালপাড়া আউটপোস্টের ওসি, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্যান্য আধিকারিকরা।