শিলিগুড়ি, ১ মার্চঃ অবশেষে নিজের স্বাভাবিক গতিপথ ফিরে পেল ছিটমেচী নদী।নদীর স্বাভাবিক গতি ফিরে পেয়ে খুশি চাষী সহ এলাকাবাসীরা।
গত ৬ ফ্রেব্রুয়ারি খড়িবাড়ির সিঙ্গিয়াজোতে ছিট মেচী নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ উঠে এক বেসরকারি ক্রেসারের বিরুদ্ধে।খবরের জেরে ঘটনার তদন্তে নামে খড়িবাড়ির থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় ৩ জনকে।অবশেষে সংকটে থাকা নদীর গতিপথ পুনরায় স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহণ করলো শিলিগুড়ি মহকুমা পরিষদ।খুশি এলাকাবাসী সহ স্থানীয় চাষীরা।
এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ জানান, অবৈধভাবে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছিল।খড়িবাড়ির ব্লক মূলত কৃষি প্রধান এলাকা, তাদের কথা ভেবে আগামীদিনে যাতে চাষাবাদের অসুবিধা না হয়, তাই নদীর গতিপথ পূনরায় স্বাভাবিক করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আনন্দ কুমার প্রসাদ জানান, প্রশাসন আমাদের কথা শুনছে খুব ভালো লাগলো।এতে প্রায় এক হাজার কৃষকের চাষাবাদের সুবিধা হবে।