শিলিগুড়ি, ২৪ মার্চঃ চুরির স্কুটি সহ এক যুবককে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ নজীর।
জানা গিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি রাতে উত্তরায়ণ থেকে একটি স্কুটি চুরি হয়।ঘটনার পর স্কুটির মালিক মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক মাস পর চুরি যাওয়া স্কুটি উদ্ধার করলো পুলিশ।বৃহস্পতিবার মাটিগাড়ার পরিবহণ নগর থেকে স্কুটি সহ যুবককে গ্রেফতার করা হয়।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।