শিলিগুড়ি থানার আইসি ও এসআই’কে সংবর্ধনা

শিলিগুড়ি, ১৭ মার্চঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথমদিন শিলিগুড়িতে ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে বিপাকে পড়েছিল দুই পরীক্ষার্থী।কিন্তু শেষে পুলিশের সহযোগিতায় পরীক্ষা দিতে পারে দুই পরীক্ষার্থী।পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়ে আজ শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার এবং এসআই গোপাল চন্দ্র মন্ডলকে সংবর্ধনা জানানো হল।


প্রসঙ্গত, গত মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথমদিন শিলিগুড়ি গার্লস স্কুলে পৌঁছে দুই ছাত্রী জানতে পারে যে তারা ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে।এরপরই চিন্তায় পড়ে তারা।সেইসময় পরীক্ষাকেন্দ্রে ডিউটিতে ছিলেন শিলিগুড়ি থানার এসআই গোপাল মণ্ডল।তিনি বিষয়টি জানতে পারেন।এরপর তড়িঘড়ি দুই পরীক্ষার্থীকে গাড়িতে বসিয়ে হুটার বাজিয়ে শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলে পৌঁছে দেন।পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।

শুক্রবার শিলিগুড়ি থানার দায়িত্বপ্রাপ্ত আইসি অনুপম মজুমদার এবং এসআই গোপাল চন্দ্র মন্ডলকে সংবর্ধনা জানানো হয়।এদিন ফুল ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান শেঠ শ্রীলাল মার্কেটের ব্যবসায়ী সমিতি এবং নবচেতনার সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *