শিলিগুড়ি থানায় ই-শিক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন কমিশনার গৌরব শর্মা

শিলিগুড়ি, ১৩ মার্চঃ সমাজে কেউ আর নিরক্ষর থাকবে না।সকলে সমানভাবে শিক্ষা পাবে।এই উদ্দেশ্য নিয়ে ই-শিক্ষা প্রকল্পের সূচনা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


রবিবার শিলিগুড়ি থানায় ই-শিক্ষা প্রকল্পের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা।এদিন ই-শিক্ষার পাশাপাশি অ্যান্টি ক্রাইম উইং, সেকেন্ড অফিসারের নতুন ঘর এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার।পাশাপাশি ছাত্র-ছাত্রীর হাতে ই-শিক্ষার আই কার্ড তুলে দেন।

পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, এই প্রকল্পের আওতায় থানা এলাকার দুঃস্থ ও মেধাবী ছাত্রীদের নিঃশুল্ক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।প্রথম দফায় ৮০ জন ছাত্র ছাত্রী নিয়ে তিন মাসের কোর্স চালু করা হবে।এরপর ভক্তিনগর থানায় এই ই-শিক্ষা চালু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *