শিলিগুড়ি,৩ মার্চঃ শিলিগুড়ির কাওয়াখালিতে একটি বাড়িতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।সোমবার কাওয়াখালির নেতাজি মোড় সংলগ্ন এক ব্যক্তির বাড়ি থেকে একটি বোমা উদ্ধার হয়।বাড়ির উঠোনে বোমা রাখা ছিল।ঘটনার খবর পাওয়ার পরেই আজ সকালে মেডিকেল ফাঁড়ি ও মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।খবর দেওয়া হয় সিআইডি’র বোম স্কোয়াডকে।সিআইডি’র বোম স্কোয়াডের কর্মীরা গিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
সূত্রের খবর, বহুদিন ধরেই এই বাড়িতে পারিবারিক বিবাদ চলছিল।গতকাল রাতে পরিবারের দুই সদস্য আসে এবং ঝামেলা হয়।অভিযোগ,এরপরই ওই দুই যুবক বোমা রেখে পালিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।