শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ শীতের শুরুতে সবজির দামে আগুন। দামের জ্বালায় হাত পুড়ছে মধ্যেবিত্তের। এমন অবস্থায় বাজারে বিশেষ করে আলু, পেঁয়াজের দামে লাগাম টানতে নজরদারি শুরু করেছে টাস্ক ফোর্স।
গত কয়েকদিন ধরেই রাজ্যে বিভিন্ন জেলায় আলুর দাম ৩০ টাকার উপরে চলে গিয়েছে। পেঁয়াজের দামও হাফ সেঞ্চুরি পার করেছে। সোমবার আলু পেঁয়াজের দামে রাশ টানতে শিলিগুড়িতে বিভিন্ন বাজারে গেলেন টাস্ক ফোর্স এর আধিকারিকেরা। রেগুলেটেড মার্কেট, বিধান মার্কেটে যান তারা।সেখানে সবজি বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা প্রতি কেজি দাম রাখার কথা বলা হয়েছে বিক্রেতাদের।
পাশাপাশি বিক্রেতারা পাইকারি কত দামে সবজি কিনছেন তার বিল রাখতে বলা হয়েছে।