শিলিগুড়িতে স্পেন ফেরত যুবতী নেই হোম কোয়ারান্টিনে! বাড়িতে পৌছাল ডাক্তাররা

শিলিগুড়ি, ২০ মার্চঃ শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবতী গিয়েছিলেন স্পেনে। দুদিন আগে ফিরে আসেন তিনি। ডাক্তাররা জানিয়েছিলেন আপাতত থাকতে হবে হোম কোয়ারান্টিনে।


কিন্তু অভিযোগ, যুবতী বাড়িতে এসেও কুকুর নিয়ে ঘুরে বেরিয়েছেন পাড়ায়। সেই খবর যায় কাউন্সিলর শঙ্কর ঘোষের কাছে। তারপরই শুক্রবার যুবতীর বাড়িতে যান পুরনিগমের স্বাস্থ্যবিভাগের ডাক্তাররা। যান কাউন্সিলরও। কিন্তু তারা পৌছাতেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন যুবতীর পরিবার।

কাউন্সিলর শঙ্কর ঘোষ বলেন, যেখানে সচেতন থাকতে বলা হচ্ছে সকলকে সেখানে কেউ সচেতন নেই। বরং দুর্ব্যবহার করা হয়। যুবতীকে বলা হয়েছিল হোম কোয়ারান্টিনে থাকতে। কিন্ত তিনি দেশে ফিরে পুনে থেকে ট্রাভেল করে শিলিগুড়ি আসে। এরপর পাড়ায়ও ঘুরেছে। ইতিমধ্যেই বিষয়টি স্বাস্থ্যবিভাগের তরফে উচ্চাধিকারিকদের জানানো হয়েছে।


One thought on “শিলিগুড়িতে স্পেন ফেরত যুবতী নেই হোম কোয়ারান্টিনে! বাড়িতে পৌছাল ডাক্তাররা

  1. Ankan Banerjee says:

    These people should aware about efficiency of global pandemic..Police as well as Siliguri health care must take strict action in order to reduce the spread of Corona virus. Most Importantly l, Siliguri is the most safest place in the entire planet. People must not suffer for these so called litterate people..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *