পরিবেশ রক্ষার বার্তা নিয়ে শিলিগুড়িতে চিত্র প্রদর্শনী

শিলিগুড়ি, ২২ জুনঃ পৃথিবীকে সবুজ এবং সুন্দর করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আরওয়াইবি শিলিগুড়ি সংস্থার তরফে শিলিগুড়িতে চিত্র প্রদর্শনীর আয়োজন।


মঙ্গলবার থেকে তথ্য কেন্দ্রের রামকিংকর হলঘরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী।ভারতের বাইরে চারটি দেশ রোমানিয়া, অস্ট্রেলিয়া,থাইল্যান্ড,বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের ৬৩ জন চিত্রশিল্পীর আঁকা ছবি প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

বুধবার প্রদর্শনীর দ্বিতীয় দিনে চিত্রশিল্পীরা সকলের সামনে ছবি আঁকেন।পাশাপাশি দর্শকদেরও এই চিত্র প্রদর্শনী নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়।প্রদর্শনীতে ছবি কেনার সুবিধাও রয়েছে।তৃতীয় দিনে শিশুদের নিয়ে সবুজায়ন নিয়ে বিশেষ কর্মশালা করা হবে।


এদিন সংস্থার তরফে রাজীব বাগ বলেন, পরিবেশ নিয়ে ভাবুন। পরিবেশকে সুন্দর রাখুন। দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলুন।ভবিষ্যতে আরও বেশি শিল্পীদের নিয়ে এই কর্মসূচি করার ইচ্ছে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *