শিলিগুড়ি, ২৫ মার্চঃ শিলিগুড়িতে দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম রতন মন্ডল(৩৩) এবং মানিক মন্ডল(৩১)।
জানা গিয়েছে, রতন এবং মানিক প্রায় ৬ মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।এরপর থেকে হায়দারপাড়ায় একটি বাড়িতে ছিল তারা।দুজনই বিধান মার্কেটে কাজ করতো।গত ৬ মাস ধরে পরিচয় গোপন করে থাকছিল তারা।গোপন সূত্রে এই খবর পায় ভক্তিনগর থানার পুলিশ।এরপর শুক্রবার রাতে পায়েল সিনেমা হলের কাছে ট্রাফিক পয়েন্ট থেকে রতন এবং মানিককে আটক করা হয়।দুজনের কাছে ভারতে আসার বৈধ কাগজপত্র চাওয়া হলে দেখাতে পারেনি তারা।এরপরই অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে দুজনকে গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।